সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং এনটিএমসি’র সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আলাদা দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার একটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির ৪ দিন এবং ভাটারা থানার একটি মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।






