শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের লড়াইয়ে অনেকটা ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে ম্যাচের যে পরিস্থিতি, হার এড়ানোই বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের জন্য।
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রানে পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নামবেন। শ্রীলঙ্কার চেয়ে এখনও স্বাগতিকরা পিছিয়ে ১০৭ রানে। শেষদিনে মুশফিক-লিটনের পর সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত রয়েছেন স্বীকৃত ব্যাটার।
বোলিংয়ে ৫ উইকেট নেয়া সাকিব সংবাদ সম্মেলনে এসে জানালেন ম্যাচের ভাগ্য ঝুলে আছে প্রথম সেশনের পারফরম্যান্সের উপর, ‘আমি চাই ব্যাটিংয়ে ভালো করতে। দলকে বাঁচাতে হলে আমরা যে ৬টা উইকেট আছি, সবাইকেই ভালো করতে হবে। না হলে কঠিন।’
‘পঞ্চম দিন সকালেই ওরা আমাদের ফুল আক্রমণ করবে। এটাই স্বাভাবিক। আমরাও এমন অবস্থায় থাকলে এমনই করতাম। আমাদের লাঞ্চ পর্যন্ত উইকেট না দেয়ার চেষ্টা থাকতে হবে। এখন যে সিচুয়েশন, আমাকে তিন ঘণ্টা ব্যাট করতে হবে।’
‘লাঞ্চ পর্যন্ত ওরা দুজন (মুশফিক-লিটন) যদি ভালো করে, তাহলে আমাকে পরের সময়টা ব্যাকআপ দিতে হবে। এই উইকেটে দুজন ব্যাটার সেট হয়ে গেলে ওদের আউট করা কঠিন। ওরা হয়ত দুজন (আসিথা ও রাজিথা) বোলার ১০-১০ ওভার করে বল করবে এই গরমে। এই হুমকিটা সামলাতে পারলে অবশ্যই ভালো কিছু সম্ভব।’








