এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে জল গড়িয়েছে বহুদূর। ভারতে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না, জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন করার জন্য আইসিসিতে মেইল পাঠিয়েছে। বিসিবি অনুরোধ আইসিসি মেনে নিলে টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। স্কোয়াডে থাকা মোহাম্মদ সাইফউদ্দিন অবশ্য বিষয়টি নিয়ে ভাবছেন না, শুধু খেলতে মুখিয়ে আছেন।
চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসে খেলছেন সাইফউদ্দিন। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দলীয় অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান বিশ্বকাপ ভাবনা।
টাইগার পেস-অলরাউন্ডার বলেছেন, ‘জানি না কী হবে, এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কায় টি-টুয়েন্টি সিরিজ খেলে এসেছি। আমাদের মানিয়ে নিতে সুবিধা হবে না। ভারতে বা শ্রীলঙ্কা- খেলা যেখানেই হোক, বিশ্বকাপের মতো ইভেন্টে খেলতে আমরা সবাই মুখিয়ে আছি।’
লম্বাসময় জাতীয় দলের বাইরে ছিলেন সাইফউদ্দিন। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় একবছর পর ফেরেন। এরপর নিয়মিত স্কোয়াডে আছেন। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দলেও আছেন ২৯ বর্ষী তারকা। জানালেন, সেরাটা দিতে চান।
‘জীবনে অনেক সংগ্রাম করতে হয়, হোক খেলোয়াড়ি জীবন বা ব্যক্তিগত জীবন। আগে ক্রিকেট নিয়ে অনেকবেশি চিন্তা করতাম। এখন কিছুটা সরে এসেছি। চেষ্টা করি নিজেকে ফিট রাখার, মন খুলে খেলার, যা হবার হবে। গত ৪-৫ মাস সবকিছু হচ্ছে। চেষ্টা করব ধারাবাহিকতা রাখার, দলে অবদান রাখার।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় গড়াবে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। হাতে এখনও একমাস সময় থাকায় বিপিএলে মনোযোগ রাখছেন সাইফউদ্দিন, ‘বিশ্বকাপের এখনও একমাস বাকি। সবাই বিপিএলে মনোযোগ রাখছি। দলগতভাবে এখনও সেভাবে ভালো করতে পারছি না, তাই কীভাবে পয়েন্ট টেবিলের উপরে আসা যায় তা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। ফরম্যাট একই, বিশ্বকাপেও এই ফরম্যাটেই খেলতে হবে। আমরা অনেক সিরিজ খেলেছি, তারাই বিশ্বকাপ দলে আছে। তাই একে অপরকে ভালোভাবেই জানি।’








