এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ৯-১ গোলে বিধ্বস্তের পর ভুটানের কাছেও বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। টানা দুই হারে দ্বীপদেশটির আসর অনেকটা শেষই বলা চলে। ৫-০ গোলের জয়ে দুটি করে সাফল্য এনেছেন ভুটানের কেলডেন ওয়াংমো ও স্যাংগাই ওয়াংমো।
বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরুর দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় ভুটান। প্রথম গোল করেন লেফট উইঙ্গার কেলডেন ওয়াংমো। ১-০তে এগিয়ে যায় ভুটান। ১৫ মিনিটে আসে ম্যাচের দ্বিতীয় গোল। গোল করেন কেলডেন ওয়াংমোই। ভুটান ব্যবধান দ্বিগুণ করে।
আট মিনিট পর আবারও ভুটানের গোল। এবার ফরোয়ার্ড নামসেল ওয়াংজোম গোল করেন। এরপর বেশকিছু চেষ্টা করে ব্যবধান বাড়াতে পারেনি ভুটান। ৩-০ নিয়ে বিরতিতে যায়।
বিরতির পর কোনভাবেই শ্রীলঙ্কার রক্ষণ ভাঙতে পারছিল না ভুটান। ৭৮ মিনিটে আসে ম্যাচের চতুর্থ গোল, গোল করেন স্যাংগাই ওয়াংমো। আট মিনিট পর স্যাংগাই নিজের দ্বিতীয় গোলটি করেন। ৫-০তে এগিয়ে ভুটান শেষে জয় তুলে মাঠ ছাড়ে।








