মেয়েদের ফুটবলে অসামান্য অগ্রগতি ও অবদানের জন্য ক্রীড়ায় একুশে পদক পেয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টানা দুবার নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে তাদের পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কার হাতে পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ, অনুভূতি তুলে ধরেছেন দুবারের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। পোস্টটি তুলে ধরা হল-
‘আলহামদুলিল্লাহ
এই সম্মাননা আমাদের সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা ও সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখা মানুষের জন্য। আমরা এই পদক উৎসর্গ করছি আমাদের মাতৃভাষা বাংলার প্রতি, এবং সেই সব মানুষদের প্রতি, যারা প্রতিদিন নীরবে কাজ করে যাচ্ছেন আমাদের সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিতে।
মেয়েদের ক্রীড়াক্ষেত্রে অবদানকে এভাবে সম্মানিত করায় ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি অনুপ্রাণিত হবে আশা করি। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, সকলের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একুশে পদক-২০২৫’
২০২২ সালে সাবিনা খাতুনের নেতৃত্বে নেপালে প্রথমবার সাফ জেতে জাতীয় নারী দল। ২০২৪ সালে সাবিনার নেতৃত্বে টানা দ্বিতীয়বার শিরোপা আসে, নেপালকে হারিয়ে সাফল্যের মুকুট ধরে রাখে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রথমবারের সফলতায় কোচ ছিলেন গোলাম রাব্বানি ছোটন।








