এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন আল-নাসের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশেষ নৈশভোজে যোগ দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের প্রভাবশালী নেতা এবং ব্যবসায়ীদের মিলনমেলার আয়োজন করেন। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আয়োজনের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল রোনালদোর উপস্থিতি।
নৈশভোজের শুরুতে রোনালদোর সঙ্গে সাক্ষাতের বিষয়টি অবগত করেন ট্রাম্প। জানান, পুত্র ব্যারন ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন রোনালদোকে।
ট্রাম্প বলেন, ‘ব্যারন রোনালদোর বিশাল ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। আমার মনে হয়, আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কারণে আমার প্রতি তার সম্মান কিছুটা বেড়েছে।’
২০০৯ সালে লাস ভেগাসে ধর্ষণ অভিযোগ দায়ের হয়েছিল রোনালদোর নামে। ২০১৭ সালে সেটি সামনে এলে রোনালদো যুক্তরাষ্ট্র সফর এড়িয়ে চলতেন। ২০১৪ সালে সেখানে খেলে আসলেও সেই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে কখনও জনসম্মুখে দেখা যায়নি তাকে।
দীর্ঘ আইনি জটিলতা পেরিয়ে বহুদিন পর যুক্তরাষ্ট্রে এলেন রোনালদো। ধর্ষণ অভিযোগ অস্বীকার করলেও আদালতের রায়ে সাড়ে তিন মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দিয়েছিলেন তিনি সেই নারীকে।







