এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বৃহস্পতিবার রাতে জাতীয় দল জার্সিতে প্রথম লাল কার্ড দেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই ফাউলটির কারণে দুই বা তিন ম্যাচে নিষিদ্ধ হতে পারেন তিনি। সেক্ষেত্রে পর্তুগাল ২০২৬ বিশ্বকাপে পৌঁছালে প্রথম দুটি ম্যাচে নামতে পারবেন না ৪০ বর্ষী মহাতারকা। তাই নিষেধাজ্ঞার ঘোষণা আসার আগেই সম্ভাব্য শাস্তি কমাতে ফিফার কাছে আবেদন করতে চলেছে দেশটির ফুটবল ফেডারেশন।
আয়ারল্যান্ড ডিফেন্ডার দারা ও’শিয়াকে কনুই মেরে বিশ্বকাপ বাছাই ম্যাচে লাল কার্ড দেখেছেন সিআর সেভেন। ফিফার শৃঙ্খলা সংক্রান্ত নিয়ম বলছে, কনুই-লাথি বা ঘুষিতে আঘাত করলে দুই-তিন ম্যাচে নিষিদ্ধ হতে পারেন কেউ।
পর্তুগিজ ফেডারেশন আশা করছে, ফিফার কাছে আবেদন করার পর তারা রোনালদোর নিষেধাজ্ঞা কমাতে সক্ষম হবে। দেশটির গণমাধ্যম বলছে, চেষ্টা নিষেধাজ্ঞা এক ম্যাচ কমিয়ে আনার, যাতে রোনালদো শুরু থেকেই বিশ্বকাপে খেলতে পারেন।
আপিল তত্ত্বাবধান করছেন পর্তুগাল ফেডারেশন সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা। তিনি বলেছেন, ‘আয়ারল্যান্ড কোচ হেইমির হলগ্রিমসন রোনালদোর জন্য স্পষ্ট প্রতিকূল পরিবেশ তৈরি করেছিলেন।’
‘বাছাইপর্বের আগে আইরিশ কোচ রেফারিকে রোনালদো দ্বারা প্রভাবিত না হওয়ার অনুরোধ করেছিলেন। যেজন্য রোনালদো বিদায়ের সময় সাইডলাইনে প্রতিপক্ষ কোচের সাথে বাকবিতণ্ডায় জড়ান।’

পর্তুগাল কোচ রবের্তো মার্টিনেজ বলেছেন, ‘আমি উস্কানির প্রতি তার প্রতিক্রিয়া দেখেছি। এটা খেলার শুরু থেকেই হয়ে আসছিল।’
‘অন্যরা মাটিতে পড়ে পেনাল্টি চাইতে পারে। এটা কোন হিংসাত্মক পদক্ষেপ নয়। এটার জন্য লাল কার্ড হতে পারে না, বরং এটি একটি উস্কানির প্রতিক্রিয়া। আমাদের যুক্তি দেখানোর চেষ্টা করতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বলব দীর্ঘ স্থগিতাদেশ আরোপ করা খুবই অন্যায্য হবে।’
পর্তুগিজ গণমাধ্যম বলছে, পর্তুগাল যুক্তি দেবে রোনালদোকে স্পষ্টভাবে বক্সের ভিতর একাধিকবার আটকে রাখা হয়েছিল। যার ফলে তিনি হতাশা প্রকাশ করেছিলেন। লাল কার্ডটি জাতীয় দলের হয়ে ২০০টির বেশি ম্যাচে প্রথমবার। যা কেবলই একটি অঘটন এবং এটি প্রমাণ করে না যে তার এমন আচরণ নিয়মিত দেখা যায়।
সাধারণত সহিংস আচরণে নিষেধাজ্ঞার পরিমাণ কমপক্ষে তিন থেকে দুই ম্যাচের হয়ে থাকে। ১৬ নভেম্বর আর্মেনিয়ার বিপক্ষে পর্তুগালের বিশ্বকাপবাছাই পর্বের শেষ ম্যাচ, সেখানে রোনালদো খেলতে পারবেন না। ম্যাচে যদি পর্তুগাল জেতে, সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে পর্তুগাল। আর ড্র করলে বা হারলে, পাশাপাশি আয়ারল্যান্ডকে যদি হাঙ্গেরিকে হারাতে পারে, তাতে চলে আসবে নানা হিসাব।
সেক্ষেত্রে রোনালদো কমপক্ষে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলে বাছাইয়ের শেষ ম্যাচসহ বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। যদি তিন ম্যাচ নিষেধাজ্ঞা পান, বাছাইয়ের ম্যাচের পাশাপাশি তিনি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না।








