আগের ম্যাচে প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অথচ নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে রাখেননি কোচ রবের্তো মার্টিনেজ। ড্রয়ের পথে এগোতে থাকা ম্যাচে বদলি নেমে দলকে জেতালেন ৩৯ বর্ষী মহাতারকা। গোল করে নতুন আরও একটি রেকর্ডও গড়লেন এই কিংবদন্তি।
লিসবনে রোববার রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে পর্তুগাল। টানা দুই জয়ে দলকে নিয়ে গেলেন লিগ ওয়ানের ১ নম্বর গ্রুপের চূড়ায়।
প্রথমার্ধে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে ব্রুনো ফের্নান্দেসের গোলে সমতা ফেরানোর পর দলকে ৩ পয়েন্ট এনে দেন রোনালদো। টানা দুই ম্যাচেই জালের দেখা পেলেন তিনি।
এই গোলের সুবাদে নিজের ক্যারিয়ারের ৯০১ তম গোল নিশ্চিত করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১৩২তম গোল। তাতে নতুন এক বিশ্বরেকর্ডও নিজের নামের পাশে যুক্ত হয়েছে। জাতীয় দলের হিসেবে ৪৮তম প্রতিপক্ষের বিরুদ্ধে গোল করলেন রোনালদো। কোনো একক খেলোয়াড়ের এত বেশি দেশের বিপক্ষে নজির আর নেই।
🚨🚨| 𝐑𝐄𝐂𝐎𝐑𝐃: Cristiano Ronaldo has now scored against 48 different nations at the senior international level, setting a new record for any player in the history of football. 🤯🇵🇹 pic.twitter.com/FlmVHXr0v6
— CentreGoals. (@centregoals) September 8, 2024
টানা ২ জয়ে ৬ পয়েন্ট গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল। লুকা মদ্রিচের একমাত্র গোলে পোল্যান্ডকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ক্রোয়েশিয়া। একটি করে জয়ে এই দুটি দলের পয়েন্ট ৩ করে। টানা দুই হারে এখনও কোনো পয়েন্ট অর্জন পারেনি স্কটল্যান্ড।








