গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে নাম লেখান ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে নতুন পরিবেশেও দারুণ ছন্দে আছেন পর্তুগিজ মহাতারকা। বয়সটা ৩৮ হলেও মাঠের গুরুত্বে কদর কমেনি তার। জাতীয় দলেও নিজের জায়গা ধরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে রেখেই ২০২৪ সালের ইউরো বাছাইয়ে দল দিয়েছে পর্তুগাল।
স্লোভাকিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দল দিয়েছে কোচ রবার্তো মার্টিনেজ।
সৌদি প্রো লিগে চলতি মৌসুমে তিন ম্যাচে ৫ গোল ও ২ অ্যাসিস্ট করে আগস্ট মাসের সেরা ফুটবলারের দৌড়েও আছেন রোনালদো। দুর্দান্ত ফর্মে থাকা এই মহাতারকাকে স্কোয়াডে রেখেছেন পর্তুগালের কোচ।
৫০ বর্ষী স্পেনিয়ার্ড কোচ রোনালদো প্রসঙ্গে বলেছেন, ‘২০০টি ম্যাচ খেলা একজন ফরোয়ার্ড দলের জন্য অবশ্যই দারুণ কিছু। যিনি এখন পর্যন্ত চারটি বাছাইপর্বের ম্যাচে পাঁচটি গোল করেছেন। আমি এটা অবশ্যই বলতে পারি যে, রোনালদোকে দলে পেয়ে আমি অনেক খুশি।’
আগামী বছর জুনে জার্মানিতে হবে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ। তার আগে টিকিট নিশ্চিত করতে বাছাইপর্বের ম্যাচে মাঠে নেমেছে ইউরোপের দলগুলো। ‘জে’ গ্রুপে থাকা পর্তুগাল ইতিমধ্যে খেলা ৪ ম্যাচের সবকটিতে জিতে টেবিলের শীর্ষে আছে।
চলতি মাসে ইউরো বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে পর্তুগাল। ৮ সেপ্টেম্বর স্লোভাকিয়া আর ১১ সেপ্টেম্বর লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে রোনালদো বাহিনী।
পর্তুগাল স্কোয়াড
গোলরক্ষক: ডিয়েগো কস্তা, হোসে সা, রুই প্যাট্রিসিও।
ডিফেন্ডার: ডিয়েগো দালোত, নেলসন সেমেডো, জোয়াও ক্যানসেলো, দানিলো পেরেইরা, রুবেন ডিয়াস, অ্যান্তোনিও সিলভা, গনকালো ইনাসিও ও টোটি গোমেজ।
মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ব্রুনো ফের্নান্দেস, ওতাভিও, ভিতিনহা ও বের্নার্দো সিলভা।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো (অধিনায়ক), রিকার্ডো হোর্তা, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো, গনসালো রামোস, ডিয়াগো জোতা।







