এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সম্প্রতি ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে সেরার প্রশ্নে নিজেকে লিওনেল মেসির চেয়ে এগিয়ে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিষয়টি মানতে রাজী নন ব্রাজিলিয়ান কিংবদন্তি সাবেক রোনাল্ডো নাজারিও।
সম্প্রতি একটি ইংলিশ গণমাধ্যমকে সাক্ষাৎকারে দেন রোনাল্ডো। সেখানে বলেছেন, ‘ক্রিস্টিয়ানো সম্ভাব্য সকল উপায়ে গোল করেছেন। এমনকি পজিশন পরিবর্তন করার পরেও। এটা করা সহজ নয়। সে অবশ্যই সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। কিন্তু একান্তই সেরা? আমি একমত নই। আমি তার মতামতকে সম্মান করি, তবে আমি তাকে শীর্ষ দশে রাখব।’
‘সত্যি বলতে, আমি এই আলোচনায় জড়াতে পছন্দ করি না। কিছু লোকের নিজেদের সম্পর্কে খুব উচ্চ ধারণা থাকে। আমি নিজের সম্পর্কে কথা বলার চেয়ে অন্যদের আমার পারফর্মেন্স, আমি কী করেছি এবং আমি কী ছিলাম তা নিয়ে কথা বলতে দিতে পছন্দ করি।’
বিশ্বকাপ জয়ের প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘পর্তুগালের ইতিহাস বদলে যাচ্ছে। লোকেদের বলতে শোনা যাচ্ছে ক্যারিয়ার বাঁচাতে হলে ক্রিস্টিয়ানোকে বিশ্বকাপ জেতা উচিত? না, আমি আমার দেশের হয়ে তিনটি শিরোপা জিতেছি। এর আগে, পর্তুগাল কখনও কিছু জিতেনি। আমি খুশি খুব খুশি। কিন্তু এটা আপনাকে শুধু একজন খেলোয়াড় হিসেবে তুলে ধরে উচিত নয়। এটি জরুরি নয়।’
এর আগে মরগানকে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সাথে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’








