খেলার মাঠে কারিকুরিতে অনেক আগেই ভক্তদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি মাঠের বাইরের কাজকর্মেও চমকে দেন প্রয়শই। এবার যেমন শিরোনামে এলেন কেক নিয়ে। আল-নাসেরের রাঁধুনি মোহাম্মদ কাদমিরির জন্মদিনে কেক নিয়ে হাজির হয়ে ভক্তদের মন জয় করেছেন সিআর সেভেন।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দেখা যায় আল-নাসেরের রাঁধুনি কাদমিরির জন্য কেক নিয়ে হাজির হয়েছেন রোনালদো। জন্মদিনের গান গাইতে গাইতে মোমবাতি জ্বালানো একটি কেক নিয়ে দৃশ্যপটে আসেন ক্লাবটির অধিনায়ক। সঙ্গী ছিলেন সৌদি ক্লাবটির বাকি খেলোয়াড়-স্টাফরাও।
আল-নাসেরের খাবার কক্ষে ব্যস্ত ছিলেন কাদমিরি। ৪০ বর্ষী রোনালদো গানের সাথে তালমিলিয়ে কেক হাতে আসেন। হাত দিয়ে মুখ ঢেকে অবাক হওয়ার অনুভূতি প্রকাশ করেন সিআর সেভেনদের রাঁধুনি। আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আনন্দে পর্তুগিজ মহাতারকাকে জড়িয়ে ধরেন কাদমিরি।
Cristiano Ronaldo surprised the Al Nassr chef with a birthday cake and made his day 🥹🎂
🎥 @7GOATnaldo7 pic.twitter.com/001wD5KveC
— 433 (@433) August 1, 2025
আল-নাসের নতুন মৌসুমের প্রস্তুতি নিচ্ছে। খেলোয়াড়-স্টাফ সবাই ফুরফুরে মেজাজে। রোনালদো চুক্তি নবায়ন করেছেন। কদিন আগে দলটিতে যোগ দিয়েছেন তার স্বদেশী জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স। নতুন কোচ হোর্হে জেসুস আরও কিছু খেলোয়াড় দলে টনতে চেষ্টা করছেন।







