বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পেলেন অভিনেতা খসরু ও চিত্রনায়িকা রোজিনা। মঙ্গলবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদানকালে গুণী অভিনয়শিল্পীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোজিনার সাথে যুগ্মভাবে এ বছর এই পুরস্কার দেয়া হয় অভিনেতা ও বীরমুক্তিযোদ্ধা খসরুকে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করায় তার পক্ষে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন নায়ক আলমগীর।
এরপর একে একে চলচ্চিত্রের বিভিন্ন শাখায় পুরস্কার গ্রহণ করেন শিল্পীরা।
পুরস্কার প্রদান শেষে শিল্পীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন আজীবন সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পী রোজিনা। এসময় তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।








