বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য স্ত্রীর পাশে থাকতে দেশেই আছেন তিনি। ৬ ডিসেম্বর দিবা-রাত্রীর দ্বিতীয় টেস্টের আগে দলের সাথে যোগ দেবেন বিশ্বজয়ী অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিতের অনুপস্থিতিতে জাসপ্রিত বুমরাহ অধিনায়কত্ব করবেন, বিসিসিআইয়ের সূত্রে রোহিতের অনুপস্থিতির কথা নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম।
এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এখনই রোহিত দলে যুক্ত হোক, ‘আশা করছি, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। শুক্রবার তার সন্তানের জন্ম হয়েছে, তাই নিশ্চিত যে সে এখন যেতে পারে। যতদ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটাই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত। ম্যাচ তো এখনও সপ্তাহখানেক দূরে।’
বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথমটিতে পার্থে টপঅর্ডারে শুভমন গিলকেও পাচ্ছে না ভারত। শনিবার অনুশীলনে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন তিনি। তবে চোট গুরুতর নয়। তার জায়গায় সুযোগ পেতে পারেন লোকেশ রাহুল। সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরণ ও দেবদূত পাড্ডিকালও।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ভারতের। কঠিন সমীকরণ সহজ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের ৪-০ ব্যবধানে জিততে হবে। সদ্য বাবা হওয়ার পর প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল, এবার নিশ্চিত তথ্য পাওয়া গেল।








