এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৪ সালের ব্যালন ডি’অর পেয়েছেন ম্যানচেস্টার সিটির ট্রেবলজয়ী মিডফিল্ডার রদ্রি হার্নান্দেজ। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র পুরস্কারটি না পাওয়ায় পুরো রিয়াল অনুষ্ঠান বর্জন করেছিল। এবার সেই বিষয় নিয়ে মুখ খুলেছেন রিয়ালের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
গত অক্টোবরে প্যারিসে হওয়া অনুষ্ঠানে স্প্যানিশ জায়ান্টরা তাদের কোনো প্রতিনিধি পাঠায়নি। কারণ শুরুতে তাদের ধারণা ছিল পুরস্কারটি পাবেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। আনচেলত্তি জানিয়েছেন, বর্ষসেরা কোচ হওয়ার পরও তিনি পুরস্কার নিতে যাননি শিষ্যর কারণেই।
ম্যানচেস্টার সিটির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে ব্যালন ডি’অর বয়কট প্রসঙ্গে আনচেলত্তি বলেছেন, ‘আমার মনে হয় না ওই অনুষ্ঠান বয়কট করা আমাদের ভুল ছিল। আমাদের সবার বিশ্বাস ভিনিসিয়াস জুনিয়র গত বছরের সেরা খেলোয়াড়। তার মানে এই না যে, আমরা রদ্রির প্রতি অসম্মান দেখাচ্ছি, কারণ সে একজন অসাধারণ খেলোয়াড়। তবে আমার মনে হয়েছে তার ২০২৩ সালের ব্যালন ডি’অর পাওয়া উচিত ছিল।’
ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রদ্রির। এমনকি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জয়সূচক গোলটি আসে তার থেকে। ২০২৩ সালের ব্যালন ডি’অর পেয়েছিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সেটি তার রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর। মূলত বিশ্বকাপ জয়ের জন্যই তার হাতে ওঠে এ পুরস্কার।
প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার রাতে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে মাঠের লড়াই। সব প্রতিযোগিতা মিলিয়ে এপর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে রিয়াল-ম্যানসিটি। জয়ের হিসেবে দুদলই লড়াই করেছে সমানতালে। পাঁচটি করে ম্যাচ জিতেছে দুদলই। বাকি চার ম্যাচ হয়েছে ড্র।








