কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোকে আজীবন সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। আসন্ন ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে গুণী এই অভিনেতাকে আজীবন সম্মাননা হিসেবে প্রদান করা হবে সম্মানসূচক পাল দ’র। এই বিশেষ শ্রদ্ধা জানানো হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হবে ১৩ মে।
এর পরদিন, ১৪ মে, ডি নিরো ডেবুসি থিয়েটারের মঞ্চে একটি মাস্টারক্লাসে অংশ নেবেন।
এই সম্মাননা প্রসঙ্গে ডি নিরো বলেন, “কান চলচ্চিত্র উৎসবের প্রতি আমার গভীর অনুভব রয়েছে… বিশেষ করে এখন, যখন বিশ্বে এত কিছু আমাদেরকে বিভক্ত করছে, তখন কান আমাদের একত্রিত করে—গল্পকার, চলচ্চিত্র নির্মাতা, ভক্ত ও বন্ধুদের। এটা যেন ঘরে ফেরার মতো।”
এই কিংবদন্তী অভিনেতার সঙ্গে কান উৎসবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি সর্বশেষ মার্টিন স্করসেজির ‘কিলারস অব দ্য ফ্লাউয়ার মুন’ ছবির জন্য কানের লাল গালিচায় পা রেখেছিলেন। ১৪ বছর আগে তিনি কানের মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেন।
ডি নিরো এই সম্মাননায় মেরিল স্ট্রিপ ও জোডি ফস্টারের মতো পূর্বসূরি সম্মানপ্রাপ্তদের কাতারে যুক্ত হন।
এর আগেই ঘোষণা করা হয়েছে, ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ এবারের উৎসবে জুরি সভাপতির দায়িত্বে থাকবেন। যিনি গ্রেটা গারউইগের উত্তরসূরি হিসেবে এই দায়িত্বে আসছেন। এটি কানের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টানা দুই বছর নারী জুরি প্রধান হওয়ার ঘটনা!
ভ্যারাইটি-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কানের প্রধান থিয়েরি ফ্রেমো জানান, অফিশিয়াল সিলেকশনের জন্য এখনো তারা ৫০টি চলচ্চিত্র দেখার বাকি রেখেছেন। এই তালিকার একটি অংশ প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্যারিসে।
এবারের উৎসবে জিম জারমুশ, স্পাইক লি, রিচার্ড লিংকলেটার, কেলি রাইকার্ড, অ্যারি অ্যাস্টার, ক্রিস্টেন স্টুয়ার্ট ও ওয়েস অ্যান্ডারসনের মতো একঝাঁক আমেরিকান চলচ্চিত্র নির্মাতার উপস্থিতি প্রত্যাশা করছেন উৎসব কর্তৃপক্ষ। –ভ্যারাইটি








