এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাঙামাটি জেলার সাজেক এলাকায় পাহাড় ধসের কারণে দীর্ঘ ১০ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর দুপুর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার ২৪ জুলাই বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার।
শিরিন আকতার জানান, গত রাতের ভারি বর্ষণের ফলে সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড় ধসে পড়ে। এর মধ্যে নন্দারাম এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ছিল। সকাল থেকেই ফায়ার সার্ভিস কর্মীরা সড়ক থেকে মাটি ও ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। আজ দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সড়ক পুরোপুরি সচল হয়।
এর আগে,পাহাড় ধসের কারণে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সাথে জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চার শতাধিক পর্যটক বিভিন্ন স্থানে আটকা পড়ে। বিকেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকেরা নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন।








