এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাজারে চালের দাম অনেক বেশি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে এবার চালের বাজারের দিকে নজর দিতে বলবো।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিশু আছিয়া ধর্ষণের বিচার দাবিতে মহিলা দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
শিশু আছিয়ার ধর্ষণসহ সকল অপরাধের বিচার দাবি করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, সরকারকে আইনের শাসন নিশ্চিত করতে হবে, মানুষের অধিকার আর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অপরাধের বিচার হতে হবে।
তিনি বলেন, বিএনপির ১৫ বছরের আন্দোলন আর জুলাইয়ের আন্দোলনকে আলাদা করা যাবে না। সমাবেশের পর নয়া পল্টনে র্যালিও করেছে মহিলা দল।







