চীনের হ্যাংজুতে হতে চলা এশিয়ান গেমসের ১৯তম আসরে অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। টুর্নামেন্টে চোখ রেখে গত জুলাইয়ে মেয়েদের ফুটবল দল ঘোষণা করেছিল বাফুফে। এবার মেয়েদের সফরসূচীও জানালো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সোমবার রাত ১২ টা ৫০ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে চীনের হ্যাংজুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে মেয়েদের দল।
এশিয়ান গেমসে মেয়েদের ফুটবলে ‘ডি’ গ্রুপে অবস্থান বাংলাদেশের। প্রতিপক্ষ জাপান, ভিয়েতনাম ও নেপাল। ২২ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে নটায় গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে জাপানের। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ছয়টায় দ্বিতীয় ম্যাচে লড়বে ভিয়েতনামের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ছয়টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে কোচ সাইফুল বারী টিটুর দল।
বাংলাদেশ নারী ফুটবল দল
গোলরক্ষক: রূপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল।
রক্ষণ: নিলুফা ইয়াসমিন নীলা, শিউলী আজিম, আনাই মগিনী, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন, আফিফা খন্দকার, সুরমা জান্নাত।
মধ্যভাগ: ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, স্বপ্না রানী, মনিকা চাকমা, মারিয়া মান্দা।
আক্রমণ: মার্জিয়া, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, সাবিনা খাতুন, শাহিদা আক্তার রিপা, সুমাইয়া মাতসুসীমা।








