পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সিলভার ক্যাটাগরিতে ২২ বর্ষী টাইগার তারকাকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। তার পারিশ্রমিক হবে ২৫ হাজার ডলার।
সোমবার লাহোরে চলা নিলামে বাংলাদেশের নতুন গতিতারকা নাহিদ রানাকে গোল্ড ক্যাটাগরিতে দলে টেনেছে পেশোয়ার জালমি। তার মূল্য ৫০ হাজার ডলার। নাহিদের পর দল পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সিলভার ক্যাটাগরিতে তাকে দলে টেনেছে করাচি কিংস এবং তার জন্য খরচ ২৫ হাজার ডলার।
এবার পিএসএল ড্রাফটে বাংলাদেশের ৩০ জনের বেশি খেলোয়াড়ের নাম রয়েছে। প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন আট জন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাওহীদ হৃদয়।
প্লাটিনাম ক্যাটাগরিতে মোস্তাফিজ ও সাকিব প্রথম ডাকে অবিক্রীত রয়েছেন।








