এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত মৌসুমে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দল পেয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। দেশের ব্যস্ত সূচির কারণে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার সুযোগ হয়নি সেসময়। তারপরও রিশাদের উপর আস্থা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট।
বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ২১ ডিসেম্বর শুরু হবে এবারের আসর।
বাংলাদেশ থেকে বিগ ব্যাশে আগে খেলেছেন শুধু সাকিব আল হাসান। পরে এসেছিল কেবল রিশাদের নাম। বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি অনাপত্তিপত্র। এবার সুযোগ পেলে প্রথমবার টুর্নামেন্টের জার্সি জড়াবেন রিশাদ।
বাংলাদেশের ১১ জন নাম লিখিয়েছিলেন ড্রাফটে। মোস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও তাওহীদ হৃদয়। কেবল রিশাদই দল পেয়েছেন।








