খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হয়েছেন ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারত সরকার এই ঘোষণা দিয়েছে।
শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মাননা প্রদান করে থাকে।
দুই বাংলায় রবীন্দ্র সংগীতে অবদান রাখার জন্য রেজওয়ানা চৌধুরী বন্যার নাম পদ্মশ্রী বিভাগে ঘোষণা করা হয়। এবারের ‘পদ্ম পুরস্কার’ তালিকায় পদ্মবিভূষণে ৫ জন, পদ্মভূষণে ১৭ ও পদ্মশ্রীতে ১শ’১০ জনের নাম ঘোষণা করা হয়েছে।
২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান গুণী এই রবীন্দ্র সংগীত শিল্পী। এ ছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।








