পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট আজ থেকে শুরু হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) থেকে শুরু হয়ে এই ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
ফিরতি ফ্লাইটের প্রথম দিনে সৌদির স্থানীয় সময় রাত ০১ টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসবে। এদিন মোট ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজী। এই ১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে।
হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ ও কাবা শরিফে ফরজ তাওয়াফ শেষ করে হাজিরা ধাপে ধাপে মিনায় ফিরে যাচ্ছেন। ফেরার পথে অনেক হাজি দিকভ্রান্ত হয়ে পড়লে মক্কায় অবস্থিত হজ মিশনে আশ্রয় নিচ্ছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। তাদের মধ্যে সৌদি আরবে অবস্থানকালে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।
চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযান চালিয়ে ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং হজবিধি লঙ্ঘনের অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করেছে।
এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ১৮৮ জন বাংলাদেশি হজযাত্রী। এদের মধ্যে ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
উল্লেখ্য, এবার পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং সর্বশেষ ফ্লাইট যায় ৩১ মে।







