এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চলতি আগস্টের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে চাঙাভাব দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এ সময়ে দেশে এসেছে ১৪২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। গড়ে প্রতিদিন এসেছে ৮ কোটি ৩৭ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ২৫ শতাংশের বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, গত বছরের এই সময়ে এসেছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। চলতি বছর তা বেড়ে হয়েছে ১৪২ কোটি ৪০ লাখ। এতে রেমিট্যান্স নিয়ে সরকারের পাশাপাশি অর্থনীতি–সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।
তিনি জানান, শুধু ১৭ আগস্ট এক দিনেই দেশে এসেছে ১৬ কোটি ডলার, যা মাসের গড় আয়ের প্রায় দ্বিগুণ।
বাংলাদেশ ব্যাংকের আরও তথ্য বলছে, জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৯০ কোটি ২০ লাখ ডলার। এ সময়ে প্রবাহ বেড়েছে ২৮ শতাংশ।
গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। এর মধ্যে: রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকে ২২ কোটি ৯২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকে ১৬৮ কোটি ৯৭ লাখ ডলার, বিদেশি খাতের ব্যাংকে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার।
২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়।








