বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস রবিবার (৬ আগস্ট)। তিনি ১৯৪১ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিনে চ্যানেল আইতে রয়েছে বিশেষ আয়োজন।
এদিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ এর বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্র বিষয়ক আলোচনা, গান এবং রবীন্দ্রনাথের কবিতা থেকে আবৃত্তি নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘সরাসরি রবীন্দ্রনাথ’।
বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে মাহবুবা ইসলাম সুমী পরিচালিত জাতীয় চলচ্চিত্রের ২টি শাখায় পুরস্কারপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘তুমি রবে নীরবে’।
সন্ধ্যা ৬টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার নিয়ে কেকা ফেরদৌসীর ‘বিশেষ পরিবেশনা’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবু-এর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’।
রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে ৩২ নম্বর, ধানমন্ডি থেকে রেজওয়ানা চৌধুরী বন্যা-এর পরিবেশনায় ‘বঙ্গবন্ধুর প্রিয়– রবীন্দ্রনাথের গান’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শহিদুল আলম সাচ্চু।
৭ আগস্ট রাত ১০টায় প্রচার হবে ইফতেখার মুনিম এর প্রযোজনায় বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’।
এছাড়া ৬ আগস্ট চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান সকাল ৯টা ৪৫ ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় আফজাল হোসেন, আনিসুল হক এবং আফসানা মিমি-এর অংশগ্রহণে বিশেষ ‘তৃতীয় মাত্রা’।








