এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ের স্বাদ পেয়েছে বেলজিয়াম। ছেলেদের টাইম ট্রায়াল সাইক্লিং ইভেন্টে স্বর্ণ জেতার পাশাপাশি ব্রোঞ্জও জিতেছে দেশটি।
শনিবার সন্ধ্যায় প্যারিসের ভেজা রাস্তায় ৩৬ মিনিট ১২.১৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন বেলজিয়ামের রেমেকো ইভেনপোয়েল। আসরে দেশটির প্রথম স্বর্ণ পদক এটি।
রৌপ্য পদক জিতেছেন ফিলিপ্পো জানা। ব্রোঞ্জ জিতেছেন বেলজিয়ামের ভাউট ফন আয়ের্ত।








