এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নির্বাচনের আগে গণভোট সম্ভব নয়, নির্বাচনের আগে গণভোট অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিএনপির এক স্থায়ী কমিটির আয়োজিত এক বৈঠকে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্থায়ী কমিটির আয়োজিত বৈঠকে বিএনপির মহাসচিব বলেন, নোট অব ডিসেন্ট উল্লেখ না করে জাতীয় ঐকমত্যের সুপারিশে আমরা একমত হতে পারছি না, এতে অনৈক্য তৈরি হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর এই সরকারের প্রধান কাজ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় সংস্কারের কথা বলে আসছে। সংস্কার কমিশনকে আমরা স্বাগত জানিয়েছি। সমস্ত রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদের কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। ১৭ অক্টোবর চূড়ান্ত কপি হাতে দেয়া হয়নি, পরবর্তীতে কিছু প্রস্তাব অগোচরে সংশোধনী আনা হয়েছে।
জুলাই সনদ নিয়ে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার কাছে যে প্রস্তাবনায় আদেশ জারির কথা বলা হয়েছে, সেই আদেশ শুধু রাষ্ট্রপতি জারি করতে পারেন। ঐকমত্যের প্রস্তাবনা জাতির উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করেছে। প্রায় একবছরের আলোচনা ভিত্তিহীন, প্রতারণা।
জাতীয় সংসদে বিলের পরই রাষ্ট্রপতির অনুমোদনে তা আইনে পরিণত হয় বলে তিনি মন্তব্যে উল্লেখ করেছেন।
নির্বাচন নিয়ে ফখরুল বিবৃতিতে বলেন, নির্বাচন নিয়ে কোন ধোয়াশা নেই, আমরা মনে করি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
সংবিধান সংশোধন নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বক্তব্যে বলেন, হঠাৎ করে সংবিধান সংশোধন পরিষদ দেয়া হলো কেন? সংবিধান সংশোধন করতে হলে সংসদে করতে হবে। জাতীয় ঐকমত্য ঐক্যের বদলে অনৈক্য তৈরি করছে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা জানি না।








