এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে অংশ নেয়া উগান্ডার ৩৩ বর্ষী দৌড়বিদ রেবেকা চেপ্টেগি মারা গেছেন। রোববার রেবেকার মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন উগান্ডার অলিম্পিক কমিটির প্রধান ডোনাল্ড রুকারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ডোনাল্ড রুকারে জানিয়েছেন, ‘আমরা দুঃখের সাথে জানতে পেরেছি আমাদের অলিম্পিক অ্যাথলেট রেবেকা চেপ্টেগি মারা গেছেন। তার ছেলেবন্ধুর দেয়া আগুনে এ ঘটনা ঘটেছে।’
আগে কেনিয়া ও উগান্ডার সংবাদমাধ্যম জানিয়েছিল, পেট্রোল ঢেলে রেবেকার শরীরে আগুন ধরিয়ে দেন প্রেমিক। সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডাক্তার ও পুলিশ নিশ্চিত করেছিলেন, রেবেকার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ট্রান্স এনজোইয়া কাউন্টি পুলিশ কমান্ডার জেরেমিয়া ওলে কোসিওম জানান, রেবেকার প্রেমিক ডিকসন এনডিমা একটি জেরিক্যান পেট্রোল কেনেন। প্রেমিকার সঙ্গে মতবিরোধের জেরে এমন করেছেন তিনি। ঘটনায় প্রেমিক নিজেও আহত হয়েছেন। প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থানে থেকে শেষ করেছিলেন রেবেকা চেপ্টেগি।








