এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্প্যানিশ লা লিগায় এল ক্ল্যাসিকো জমিয়ে তোলার অন্যতম কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদের অনেক অর্জনের অন্যতম কাণ্ডারী রোনালদোর ৪০তম জন্মদিন বুধবার। ক্লাবের কিংবদন্তি সাবেকের জন্মদিন ভুলে যায়নি মাদ্রিদিস্তারা, জানিয়েছে শুভেচ্ছা।
রিয়াল মাদ্রিদ ফেসবুক পেজে রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছে। ২০১৮ সালে ক্লাব ছাড়ার পর লস ব্লাঙ্কোসরা এবারই প্রথম জন্মদিনের শুভেচ্ছা জানাল তাকে। রিয়াল লিখেছে-
‘প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো, রিয়াল মাদ্রিদ থেকে আমরা আপনাকে আপনার ৪০তম জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাতে চাই। আমরা সমস্ত মাদ্রিদ ভক্তরা আপনার কিংবদন্তি এবং আপনি আমাদের ইতিহাসের জন্য যা করেছেন তার জন্য গর্বিত। আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে আনন্দময় দিন কাটুক।’
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো স্প্যানিশ জায়ান্টদের সাথে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং দুটি লা লিগা শিরোপা জিতেছিলেন। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ। যার মধ্যে ৩৪টি হ্যাটট্রিক রয়েছে।
রিয়ার মাদ্রিদের প্রতি ভালোবাসা জানাতে একদিন আগে রোনালদো বলেছিলেন, ‘রিয়াল মাদ্রিদ সবসময় আমার হৃদয়ে থাকবে। রিয়াল মাদ্রিদ সেই দল যেখানে আমি সবচেয়ে খুশি ছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেখানে করেছি, এমনকিছু অর্জন করেছি যার কারণে মানুষ আমাকে ভুলতে পারবে না।’







