চ্যাম্পিয়ন্স লিগে ফরাসি ক্লাব লিলের কাছে হারের পর লা লিগায় জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারাতে পারলেও চোটের ধাক্কায় পড়েছে তারা। ম্যাচে লিগামেন্ট চোটে পড়েছেন ডিফেন্ডার দানি কারভাহাল। অস্বস্তিতে আছেন অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়রও।
ম্যাচের শেষদিকে ভিয়ারিয়ালের জেরেমি পিনোর সঙ্গে বলের লড়াইয়ে পায়ে চোট পান কারভাহাল। মাটিতে পড়ে ব্যথায় চিৎকার ও কাতরাতে থাকেন। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় দুহাতে মুখ ঢেকে রাখেন ৩২ বর্ষী ডিফেন্ডার।
রিয়াল কোচ আনচেলত্তি পরে বলেছেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমনকিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’
রিয়ালের দুর্ভাবনা শুধু কারভাহালকে নিয়েই নয়। ম্যাচের ৭৯ মিনিটে কাঁধের সমস্যায় মাঠ ছাড়েন ব্রাজিলীয় তারকা ভিনিসিয়াস। তারও বেশ ব্যথা আছে , জানান এ কোচ। পরীক্ষা করানোর পর বোঝা যাবে চোটের অবস্থা।







