রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ পাঁচ ম্যাচে টানা পয়েন্ট হারিয়ে বার্সেলোনার মঞ্চটা তৈরি করে রেখেছিল। প্রয়োজন ছিল বার্সা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করার। রায়ো ভায়েকানোকে হারিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ফিরে এসে আগমনী বার্তাও দিয়েছে।
অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে লা লিগার ম্যাচে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০তে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে বরার্ট লেভান্ডোভস্কির গোল গড়ে দেয় পার্থক্য।
জয়ে তিন সপ্তাহ আগেও রিয়ালের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থাকা বার্সা উঠে এসেছে শীর্ষে। ২৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৫১। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে পয়েন্ট হারিয়ে সমান ম্যাচে রিয়ালের পয়েন্টও ৫১। কিন্তু গোল ব্যবধানে রিয়ালের (+২৯) চেয়ে অনেকটা এগিয়ে বার্সা (+৪০)। শেষ পাঁচ ম্যাচে কেবল এক জয় পাওয়া অ্যাটলেটিকো ৫০ পয়েন্ট নিয়ে আছে তিনে।
ম্যাচ শেষে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলেছেন, ‘আমি একটু ক্লান্ত, দুর্দান্ত এক প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলেছি এবং দুর্দান্ত একটি কাজ করেছি। জয়ে আমরা খুব খুশি। খেলোয়াড়রা তো অবশ্যই খুশি, আমরা সবাই খুব খুশি। তবে আমাদের আরও ভালো করতে হবে, কিন্তু তারা না হেরে নয়টি ম্যাচ খেলেছে এবং আজ দুর্দান্ত সাফল্য ছিল। প্রথম স্থান অর্জন করা খুবই ইতিবাচক, আমরা আবারও ফিরে এসেছি।’
শীর্ষে ওঠার আনন্দ থাকলেও সেটা ধরে রাখা যে চ্যালেঞ্জিং সেটিও মনে করিয়ে দিয়েছেন ফ্লিক, ‘এটা অনেক লম্বা রাস্তা। আমরা ভক্তদের জন্য খুবই খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ পর্যন্ত লড়াই করা। শীর্ষে ওঠার বিষয়টা কিছুই না যদি আমরা লড়াই অব্যাহত না রাখি।’







