এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঘরোয়া আয়োজনে ভারতের দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার আংটি বদল সম্পন্ন হয়েছে। ঘনিষ্ঠ ও পারিবারিক পরিসরে হয়েছে দুই তারকার আংটি বদলের অনুষ্ঠান।
তাদের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে আরও কিছুদিন সময় নিতে চান বিজয়-রাশমিকা। সেই কারণেই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বাগদানের খবর নিশ্চিত করেননি।
তবে এরইমধ্যে রাশমিকা সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন। ভক্তদের ধারণা, এটিই ছিল তার বাগদানের সাজ।
ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং এই জুটির সম্পর্কের নতুন অধ্যায় ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলে!
গোপন আয়োজনের মধ্য দিয়েই তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার ইচ্ছাই প্রকাশ পেয়েছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, আগামি ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
বছরের পর বছর ভক্তরা তাদের সম্পর্ক নিয়ে জল্পনা করছিলেন। এবার আংটি বদলের মধ্য দিয়েই সেই সব জল্পনার অবসান ঘটল। সামনে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অন্যতম প্রতীক্ষিত তারকাখচিত বিয়ের মঞ্চ তৈরি হবে বলেই করছেন ভক্তরা! –এম ৯ নিউজ







