কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ার পর প্রায় ৩ মাস পানির নিচে থাকা রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত সেতু আবার দৃশ্যমান হয়েছে। ফলে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে সিম্বল অব রাঙ্গামাটির “রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের” ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানিয়েছেন, সেতুর মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে, এবং সেতুর কিছু অংশ রঙ করা হবে।
চট্টগ্রাম থেকে বেড়াতে আসা পর্যটক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, সেতু আবার দেখতে পেয়ে তারা খুবই আনন্দিত।
এর আগে, গত ৩০ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় সেতুটি ডুবে গিয়েছিল, কিন্তু এখন সেতুটি পুরোপুরি উন্মুক্ত হওয়ায় পর্যটকরা আবারও এখানে আসতে পারছেন।








