চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেসিকে সর্বকালের সেরা বললেন রামোস

একে অন্যের প্রতিপক্ষ ছিলেন প্রায় ১৫ বছর। মেসি খেলেছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। আর রামোস ছিলেন কাতালানদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে। ২০২১-এ স্পেন ছেড়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন দুজনেই। পিএসজির জার্সিতে হয়েছেন সতীর্থ। এবার আর্জেন্টাইন কিংবদন্তিকে ‘সর্বকালের সেরা’ বললেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার।

বছর তিনেক আগেও রামোস সেরা ফুটবলারের আখ্যা দিতেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদের জার্সিতে রামোস প্রায় এক দশক ড্রেসিংরুম ভাগ করেছিলেন পর্তুগিজ মহাতারকার সঙ্গে। একসঙ্গে মাঠ মাতিয়েছেন, জয় নিয়েও ফিরেছেন বহুবার।

Bkash July

জুভেন্টাস ছেড়ে কৈশোরের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার পর নিজের সেরাটা দিতে পারছিলেন না রোনালদো। জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপেও পারেননি আলো ছড়াতে। শেষ দুই ম্যাচ কাটিয়েছিলেন ডাগআউটে। ইউরোপ ছেড়ে রোনালদো বর্তমানে আছেন সৌদি ক্লাব আল নাসেরে।

একইসময়ে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। গড়েছেন অন্যন্য সব রেকর্ড। সবাইকে ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। নিজের ১৮ বছরের ক্যারিয়ারে যোগ করেছেন বিশ্বকাপ জয়ের তকমা।

Reneta June

এতসব কীর্তি গড়ার পর সতীর্থ মেসিকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছেন স্প্যানিশ তারকা ডিফেন্ডার। সম্প্রতি পিএসজি টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন রামোস। বলেছেন, ‘পৃথিবীতে জন্ম নেয়া সকল ফুটবলারের মাঝে মেসিই সেরা।’

‘বেশ কয়েক বছর আমি মেসির বিপক্ষে খেলেছি, যা আমার জন্য বেশ কঠিন ছিল। এখন আমি তার খেলা উপভোগ করি। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড় মেসি।’

Labaid
BSH
Bellow Post-Green View