‘গুণিন’ করতে গিয়েই চিত্রনায়ক রাজের প্রেমে পড়েন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি! যেই প্রেম পরিণতি পায় রাজ্য’র আগমনে। গেল বছরের আগস্টের ১০ তারিখে রাজ-পরী দম্পতির ঘরে জন্ম নেয় রাজ্য! এরপর থেকেই তাকে নিয়েই ব্যস্ততা পরীমনির!
রাজ্যর জন্মের পর প্রতি আগস্টের ১০ তারিখে ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন করেছেন পরী! এমনকি মাঝখানে স্বামী রাজের সাথে ছন্দপতন হলেও রাজ্যের জন্মদিন পালনে ব্যত্যয় ঘটেনি। আনন্দ উচ্ছ্বাসে নিজের ‘নাড়ি কাটা ধন’কে নিয়ে মেতে থাকতে দেখা গেছে পরীকে!
রাজ্যের এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার (১০ আগস্ট)। এদিন যে অন্যরকম আয়োজন থাকবে, তা যারা পরীকে চেনেন; তারা নিশ্চিতই ছিলেন! হলও তাই। জমকালো আয়োজনে রাজধানীর পাঁচ তারকা হোটেলে উদযাপন করলেন একমাত্র ছেলের প্রথম বর্ষ পূর্তি!
ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য হলেও পরীর কাছে সে পদ্মফুল! এ কারণে জন্মদিনের আয়োজনে থিম ছিলো পদ্মফুল! মূল স্টেজের সামনেও বিরাটকায় পদ্মফুল দেখা গেছে! শুধু তাই নয়, পরীর পোশাকেও ছিলো পদ্মফুলের ছাপ!
ছেলের প্রথম জন্মদিনের আয়োজনে আমন্ত্রিত ছিলেন পরীর কাছের আত্মীয়স্বজন। ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গেছে আয়োজনে। মোস্তফা সরয়ার ফারুকী, চয়নিকা চৌধুরী, সংগীতশিল্পী আসিফ, অপু বিশ্বাস, চঞ্চল চৌধুরী, খুশি, হিমেল আশরাফ ও রায়হান রাফী সহ বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন।
এরইমধ্যে রাজ্যের জন্মদিনের অনুষ্ঠানের বেশকিছু মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। যেখানে পরী ও রাজ্যের লুক ভাসছে প্রশংসায়!
ছেলের প্রথম জন্মদিনে মা পরীর সাথে বাবা রাজের অনুপস্থিতির কারণে অনেককে কিছুটা আফসোস করতেও দেখা গেছে! রাজ্যের জন্মদিনের পুরো আয়োজন পরীমনি একাই করেছেন। দেখা যায়নি বাবা শরীফুল রাজকে!
ছবি: সংগৃহিত








