এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কার্তিক মাসের মাঝামাঝি হঠাৎ বৃষ্টিতে শনিবার বিকেল থেকেই ঢাকার আকাশ ঢেকে যায় ঘন মেঘে। সন্ধ্যার আগ থেকে ঘোর অন্ধকার হয়ে শুরু হয় টানা বৃষ্টি, যার ফলে রাজধানীর নানা এলাকায় সৃষ্টি করে জলাবদ্ধতা ও যানজট।
শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির পর রাজধানীর মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত নতুন রাস্তা, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ইসিবি, কালশীসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। অনেক এলাকায় ধীরে ধীরে পানি নামতে শুরু করলেও সড়কে যানবাহনের গতি ছিল মন্থর।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র সন্ধ্যায় জানিয়েছে, আগামী ৬ ঘণ্টায় ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।








