এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চেন্নাইয়ে চতুর্থ দিন সকালে ২৮০ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনে মজার এক ঘটনার দেখা মেলে মাঠে, ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্টকে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে থাকা বাংলাদেশের ফিল্ডার সাজিয়ে দিতে দেখা যায়। তখন ব্যাটিংয়ে ছিলেন পান্ট। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে বলেছেন স্বাগতিক তারকা।
ম্যাচের পর ভারতের সাবেক খেলোয়াড় সাবা করিমকে পান্ট বলেন, ‘আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই। দ্বিতীয় ইনিংসে যখন তাসকিন আহমেদ বল করতে আসেন, কেন আপনি তখন ফিল্ডিং ঠিক করে দেন? বাংলাদেশের অধিনায়ক কে, শান্ত নাকি পান্ট?’
মজার উত্তরই দিয়েছেন পান্ট। বলেন, ‘যখন আমি অজয় জাদেজা ভাইয়ের সাথে মাঠের বাইরে আলোচনা করছিলাম, ক্রিকেট আসলে সেভাবেই খেলা উচিত তুমি যেখানেই খেল না কেনো, হতে পারে প্রতিপক্ষ হিসেবে বা একই দলে।’
‘মিড উইকেটের ওখানে কোনো ফিল্ডার ছিল না, এবং দুইজন ফিল্ডার একই অবস্থানে দাঁড়িয়ে ছিল। আমি শান্তকে বলেছিলাম ফিল্ডারকে সেখানে নেয়ার জন্য।’
পান্টের পরামর্শ শুনে মিড উইকেটে ফিল্ডারও দিতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ককে। এরপর সেঞ্চুরি (১০৯) করে মেহেদী মিরাজের বলে সাজঘরে ফেরেন পান্ট।








