এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে একটি বিজ্ঞপ্তিতে বিক্ষোভ কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করেছে ইমরান খানের দল পিটিআই।
সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, আজ (২৭ নভেবর) ভোরে ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যতের পদক্ষেপ ঘোষণা করার কথাও জানিয়েছে তার দল (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) পিটিআই।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবিতে গত কয়েকদিন বিক্ষোভে উত্তাল ছিল পাকিস্তান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এই আন্দোলনে এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন।
এদের মধ্যে চারজনই নিরাপত্তা বাহিনীর সদস্য। এদিকে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে উত্তাল ইসলামাবাদে সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পরিস্থিতি অশান্ত করার যেকোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে।


