এই খবরটি পডকাস্টে শুনুনঃ
পিএসজির মাঠে খেলতে যেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা সুবিধা করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টারে ফরাসি জায়ান্টদের তোপের মুখে বড় হার নিয়ে ফিরেছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের দলটি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেছে লুইস এনরিকের পিএসজি। আগামী ১৬ এপ্রিল ফিরতি লেগে ভিলার মাঠে দুদলের পরের লড়াই।
মাঠের খেলার ধারার বিপরীতে গোল করে ম্যাচে ভিলাই প্রথম এগিয়ে যায়। গোল আনেন অতিথিদের রজার্স। পিএসজিকে অবশ্য পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়নি। চার মিনিট পর সমতা আনেন স্বাগতিকদের দুয়ে, গোলের সহযোগী ছিলেন মেন্ডেস।
বিরতির পর ফিরে আর লাগাম ছাড়েনি পিএসজি। ৪৯ মিনিটে লিড এনে দেন কাভারাচখেলিয়া, অ্যাসিস্টে ছিলেন রুইজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মার্টিনেজকে আরেকবার পরাস্ত হওয়ার স্বাদ দেন মেন্ডেস, তার গোলে সহযোগিতা করেন উসমানে ডেম্বেলে।








