এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাকশ্রমিকের নিহতের ঘটনায় সড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। দীর্ঘ ৬ ঘণ্টা অবস্থানের পর অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা।
সোমবার (১০ মার্চ) দুপুরের পরে তারা সড়ক থেকে সরে যায়।
এর আগে আজ সকালে বনানীতে সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে মহাখালী-বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। যানজটে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।








