ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে উন্নীত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার ২৭ জানুয়ারি, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি কার্যকর করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে, প্রশাসনে দীর্ঘদিনের পদশূন্যতা পূরণ এবং কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
তবে এই পদোন্নতির ক্ষেত্রে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাদ দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত সচিব (পিএস), জেলা প্রশাসক (ডিসি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হননি বলে আগেই আভাস পাওয়া গিয়েছিল।
প্রশাসন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাজনৈতিক নিরপেক্ষতা ও প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই পদোন্নতির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। নির্বাচনের আগে এ ধরনের বড় পরিসরের পদোন্নতি প্রশাসনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।








