বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থে কেনা বিশ্বের বেশ কয়েকটি দেশে সম্পদ জব্দ করা হয়েছে এমন তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ সরকার যে কয়েক মাস আছে এর মধ্যেই এই অর্থের কিছু অংশ ফেরত আনার বিষয়ে যথেষ্ট অগ্রগতি হবে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৯ তম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমীতে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নিয়ে কাজ করছে সরকার। এর আগে, প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ৩৯ তম বৈঠকে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি কতোটুকু হলো-তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা-সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদ দেওয়া হয়েছে। বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন-এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের জন্য একটি চুক্তির বিষয়ে এ বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এ বৈঠকে ১০টি সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে।








