চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি

এস আই সুমনএস আই সুমন
১:৫৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

আওয়ামী সরকারের পদত্যাগের একদফা দাবি আদায় ও তিনদিনের অবরোধ কর্মসূচি সমর্থনসহ কয়েকটি দাবিতে মুখে কালো কাপড় বেধে নীরব প্রতিবাদ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা। অপরদিকে আওয়ামীপন্থী শিক্ষকরা বিএনপি-জামায়াতের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ র‍্যালি করেছে।

আজ বুধবার ১ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয়তাবাদী শিক্ষক ফেরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যানারে কর্মসূচি পালন করেন বিএনপিপন্থী শিক্ষকরা। একই সময় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে র‍্যালি করেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফেরামের কর্মসূচিতে গত ২৮ অক্টোবর ঢাকার শান্তিপূর্ণ মহাসমাবেশে ক্ষমতাসীনদের নৃশংস হামলা, শিল্প কারখানার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে হামলার প্রতিবাদ জানান তারা। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, আহত, নিহত, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ১৫মিনিট নিরবতা পালন করেন তারা।

নিরবতা পালন শেষে ফেরামের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ নজরুল ইসলাম বলেন, বিএনপি ঘোষিত মহাসমাবেশে অতর্কিত হামলা করেছে এই স্বৈরাচারী সরকার। ২০০৮ সালে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া একটা ঘোষণা দিয়েছিলেন, একটা মূলমন্ত্র দিয়েছিল যে, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও।’ তখন আমাদের দলের অনেকেই এই মন্ত্রের অর্থ বুঝতে পারেনি। কিন্তু এখন ২০২৩ সালে এসে সেটার মর্মার্থ বোঝা যাচ্ছে। আমি সবসময় বলি এদেশের শিক্ষাব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে এই ফ্যাসিবাদী সরকার। এদেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে, এরকম আরও প্রতিবাদ করতে হবে, আরও রক্ত দিতে হবে। এই সরকারের পদত্যাগ করাতেই হবে।

এসময় ফেরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তা বলেন, শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী তাণ্ডব চালানো হয়েছে। সেই সমাবেশে বহু মানুষ হতাহত এবং অনেকেরই আহত হয়েছে। এতেই তারা ক্ষান্ত হয়নি। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে নির্যাতন কায়েম রেখেছে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়টা সমাবেশ হয়েছে সবগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু বর্তমান সরকার আমলে সমাবেশগুলো পণ্ড করার জন্য গাড়ি-ঘোড়া বন্ধ করে দিয়েছে। তারা আতংকিত। এজন্য তারা সেদিন মহাসমাবেশে হামলা করেছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে ক্ষমতাসীনের হামলা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং হরতালের আন্দোলনে আমাদের কর্মীরা নিহত হলো সেই প্রতিবাদে আজকে আমাদের কর্মসূচি। এ রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার যে চেষ্টা এসবের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

Reneta

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী বিভিন্ন সহযোগী সংগঠন যোগ দেয়। এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক সায়েদুর রহমান পান্নু, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক সাহেদ জামান, অধ্যাপক মতিয়ার রহমান, অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক নুরুল হক মোল্লা, অধ্যাপক হীরা সোবহান প্রমুখসহ প্রায় শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আওয়ামীপন্থী শিক্ষকদের র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সমাপনী বক্তব্য দেন আওয়ামীপন্থী শিক্ষকদের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকার সারাদেশে যে সহিংসতা ও নৈরাজ্যে চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমদের এই কর্মসূচি। সামনের দিনে তাদের নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের আরও কর্মসূচি চলমান থাকবে।

এসময় কর্মসূচিতে সাবেক উপউপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, আইন বিভাগের সভাপতি অধ্যাপক হাসিবুল আলম প্রধান, গণিতের বিভাগের অধ্যাপক লুৎফর রহমান, সমাজকর্ম বিভাগের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আরজুমান বানুসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ক্ষমতায় গেলে সাংবাদিকরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবে: তারেক রহমান

জানুয়ারি ২১, ২০২৬
ছবি সংগৃহীত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

জানুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রয়োজনে পদক্ষেপ নিতে ইউরোপ পুরোপুরি প্রস্তুত: ইইউ প্রেসিডেন্ট

জানুয়ারি ২১, ২০২৬
ছবি সংগৃহীত

রমজানের আগে এলপি গ্যাসের সংকট কাটবে: জ্বালানি উপদেষ্টা

জানুয়ারি ২১, ২০২৬

ঢাকা–১৯: চৌধুরী হাসান সারওয়ার্দীকে ‘ছাতা’ প্রতীক বরাদ্দ

জানুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT