চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘প্রিয়তমা’র বাজিমাত, টিকিট নিয়ে হাহাকার!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ০২, জুলাই ২০২৩
বিনোদন
A A

প্রাণ ফিরে পেয়েছে বাংলা চলচ্চিত্র। দেশের সিনেমা হলগুলোর অবস্থা এখন রমরমা। এবারের ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হিমেল আশরাফ পরিচালিত শাকিব খান অভিনীত ছবি ‘প্রিয়তমা’। বৈরী আবহাওয়া সত্বেও দেশব্যাপী ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন শত শত দর্শক!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’ নিয়ে দর্শক উন্মাদনার চিত্র যেমন দেখা যাচ্ছে, তেমনি সংবাদমাধ্যমগুলোতেও প্রতি মুহূর্তেই সে সংক্রান্ত আপডেট লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে দেশব্যাপী ‘প্রিয়তমা’র যে জয়জয়কার চলছে, অন্তত রাজধানী ও রাজধানীর বাইরের বিভিন্ন প্রেক্ষাগৃহের কর্মকর্তা, কর্মচারি ও হল ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছে চ্যানেল আই অনলাইন।

দর্শকদের উপচেপড়া ভিড় আর তুমুল চাহিদা থাকায় হলে হলে টিকেটের জন্য হাহাকার অবস্থাও উঠে আসছে আলোচনায়! টিকিট না পেয়ে অনেকেই হতাশ হচ্ছেন! আবার ভিড় ঠেলে ভেতরে ঢুকে আসন না পেয়ে অনেকে দাঁড়িয়েই ছবি দেখেছেন।

মতিঝিলের মধুমিতা হলে ঈদের পরদিন থেকে কালোবাজারি করে ‘প্রিয়তমা’র টিকিট বিক্রি হওয়ার অভিযোগও পাওয়া গেছে! ২০০ টাকার টিকেট ৪০০ টাকায় কিনেছেন, এমন প্রত্যক্ষদর্শীরও বয়ান দেখা গেছে খবরে।

একাধিক দর্শক অভিযোগ করছেন, নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বন্ধ করে দেয়া হচ্ছে। ব্ল্যাকারদের কাছ থেকে সেই টিকেট দ্বিগুণ দামে কিনতে বাধ্য হচ্ছেন দর্শক। বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল হট্টগোলের চিত্রও দেখা যাচ্ছে। শুধু মধুমিতা নয়, বেশকিছু সিনেমা হলেই ‘প্রিয়তমা’র টিকিট পাওয়া নিয়ে দর্শকের এমন অভিযোগ রয়েছে।

বাংলা সিনেমার টিকিট নিয়ে কালোবাজারি হচ্ছে, আপাতদৃষ্টিতে সুখকর মনে হলেও এমন অসদুপায় অবলম্বন করা প্রশ্রয় দিতে নারাজ চলচ্চিত্রপ্রেমীরা। এ বিষয়ে হল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছেন ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরাই। তাদের মতে, কালোবাজারিরা অতিরিক্ত মূল্য পেলেও প্রযোজক ওই বাড়তি টাকা পান না।

Reneta

মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মনের মাঝে তুমি’ ছবিতে দর্শকদের এই ঢল দেখা গিয়েছিল। শাকিবের ‘নবাব’ ‘শিকারী’ ছবিতে দর্শক ভিড় ছিল, কিন্তু এতো চাপ ছিল না। গত ঈদে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির চেয়ে মধুমিতায় দর্শকদের চাপ এবার অনেক বেশী।

ঐহিত্যবাহী হল মধুমিতার কর্ণধার ও সিনেমা হল মালিক সমিতির সাবেক সভাপতি বলেন, ‘হাওয়া, পরাণ যেমন চলেছিল তার চেয়েও ভালো চলছে প্রিয়তমা। ১১০০ প্লাস আসন প্রতিদিন হাউজফুল হচ্ছে। রবিবার ম্যাটানি শোও হাউজফুল গেছে। প্রত্যাশার চেয়েও কয়েকগুণ সাড়া পাওয়া যাচ্ছে এবার।

কিশোরগঞ্জের রাজ সিনেমা হল সবচেয়ে বেশী রেন্টালে সর্বপ্রথম বুকিং দিয়েছিল ‘প্রিয়তমা’। হলটির দায়িত্বে থাকা সুমন মিয়াঁ রবিবার বিকেলে বলেন, “আমরাই প্রথম এই ছবি বুকিং দিই। অনেক টাকা দিয়ে ছবি নিয়েছি। বুকিং করার সময় দ্বিধায় ছিলাম, ভেবেছিলাম হয়তো লস হবে! কিন্তু চারদিনের মাথায় এসে দেখছি অনেক টাকা লাভ হবে। আমাদের এখানে ‘প্রিয়তমা’ বাম্পার যাচ্ছে। এই অবস্থা হয়েছিল সর্বশেষ ‘নবাব’ সিনেমায়। আমরা খুবই খুশি।”

‘তৃতীয়দিনেও চার শো এর মধ্যে তিনটিই হাউজফুল। রবিবার বিকেলের শোও হাউজফুল। দর্শকদের যে চাপ আগামী কয়েকদিন হাউজফুল যাবে বলে আভাস পাচ্ছি। বৃষ্টির মধ্যেও শোতে দর্শকদের জায়গা দেয়া যাচ্ছে না। গেট বন্ধ করেও ধাক্কাধাক্কি হচ্ছে। আমাদের সিনেমা হলে সবমিলিয়ে ৬০০ আসন এবং বাকি ১০০ আসন নতুন করে দেওয়ার পরেও হাউজফুল যাচ্ছে।’

দিনাজপুরের মডার্ন সিনেমা হলের ব্যবস্থাপক মোহাম্মদ রেজা বলেন, ঈদের দিন থেকে ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে। রবিবার ভালো ব্যবসা হচ্ছে। এমন সিনেমা নিয়মিত হোক। এমন ভালো সিনেমা নিয়মিত দর্শকদের দিতে পারলে সিনেমায় আগের মতো ভালো অবস্থা ফিরবে দর্শক রেগুলার হলে আসবে।

ময়মনসিংহের ছায়াবাণী সিনেমা হলের দায়িত্বে থাকা সায়েখ রহমান বলেন, তৃতীয় দিন বৃষ্টির মধ্যেও পাঁচ শো থেকে ৩ লাখ টাকার মতো ব্যবসা হয়েছে। রবিবার সকালের শো’তে প্রায় হাউজফুল ছিল এবং বিকেলের শো হাউজফুল। রাতের শো-ও হাউজফুল যাবে। খোঁজ নিয়েছি, সারাদেশে প্রিয়তমা’র জোয়ার চলছে। আমাদের হল দর্শকে প্রচুর দর্শক টানছে। অভাবনীয় সাড়া পাচ্ছি। আমাদের কল্পনার বাইরে, বাম্পার হিট ‘প্রিয়তমা’।

এদিকে শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, মাল্টিপ্লেক্সগুলোতেও প্রচুর দর্শক টানছে ‘প্রিয়তমা’। শনিবার ও রবিবার স্টার সিনেপ্লেক্সে হাউজফুল ছিলো সবগুলো শো। দর্শকদের অভিযোগ আছে, স্টার সিনেপ্লেক্সের যে শাখাগুলোতে ‘প্রিয়তমা’র যে কয়টা শো রাখা হয়েছে, তা দর্শক চাহিদার বিপরীতে পর্যাপ্ত নয়। শো বাড়ানোরও দাবি করেছেন অনেকে।

ট্যাগ: অভিনয়প্রিয়তমামধুমিতালিড বিনোদনশাকিব খানসিনেমাহল রিপোর্টহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন: চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৭৯, ভোটার ১২ কোটি ৭৭ লাখ

জানুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামীকাল রাজধানীসহ ৩ জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন

জানুয়ারি ২৮, ২০২৬

‘নারীদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে গালে হাত দিয়ে বসে থাকবো না’

জানুয়ারি ২৮, ২০২৬

ভয়ভীতি ছাড়া মানুষকে গান শোনাতে চাই: কোনাল

জানুয়ারি ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই সনদ জনগণের সাথে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

জানুয়ারি ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT