এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ময়মনসিংহের ত্রিশালে কানিহারি ইউনিয়নে মান্দাটিয়া গ্রামে নিজস্ব ও লিজ নেয়া জমিতে গড়ে উঠা ‘নাহিদ এগ্রো ফার্ম’ দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ উঠেছে। ফার্মটিতে প্রায় তিন কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি ময়মনসিংহ প্রেস ক্লাবে ‘নাহিদ এগ্রো ফার্ম’ এর জিএম মো. মিজানুর রহমান এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, সাবেক সংসদ সদস্য আনিসুর রহমানের নির্দেশে আওয়ামী লীগ সরকারের সময় জহিরুল ইসলাম লিটন গং ওই সময় ফার্মটি দখলের পায়তারা, ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং পুকুরের চারপাশে তারের বেড়া খুলে ফেলে। এ ঘটনায় ওই সময় ত্রিশাল থানা অভিযোগ করলেও পুলিশ কোন প্রতিকার নেয়নি। পরে ময়মনসিংহ দেওয়ানি আদালতে একটি মামলা করা হয়, যা এখনো চলমান রয়েছে।
তিনি বলেন, বর্তমানে পট-পরিবর্তনে জহিরুল ইসলাম গং বিএনপি ও সমন্বয়ক পরিচয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করে আবার নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগে নাহিদ এগ্রো ফার্মটি দখলের পায়তারা করছে।
এসময় ফার্মের জিএম এ ঘটনার প্রতিকার দাবি করে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।








