সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রকাশ হয়েছে সাংবাদিক ও লেখক মিজানুর রহমান সোহেল-এর নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’। বিশেষ মূল্যছাড়ে দেশের সব অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে ৩১ জানুয়ারি পর্যন্ত বইটির প্রি-অর্ডার করা যাবে।
বইটিতে রয়েছে কনটেন্ট আইডিয়া ও ট্রেন্ড বিশ্লেষণ,সংযোজিত হয়েছে ২৫০টি কার্যকর হুক আইডিয়া, দর্শক ধরে রাখার স্টোরিটেলিং কৌশল, ভাইরাল হওয়ার কৌশল এবং টেকসই গ্রোথ নিশ্চিত করার স্পষ্ট কনটেন্ট স্ট্র্যাটেজি। এছাড়া, কপিরাইট আইন, কমিউনিটি গাইডলাইন, মাল্টিমিডিয়া টিম পরিচালনা ও কনটেন্ট মনিটাইজেশন সম্পর্কেও বিস্তারিত আলোচনা আছে।
বিশেষ সংযোজন হিসেবে বইটিতে ১০০টি এআই টুলস, ১০০টি ট্রেন্ড বিশ্লেষণ টুলস এবং প্রায় দুই লাখ টাকার সমমূল্যের এক্সক্লুসিভ ফ্রি ডিজিটাল রিসোর্স থাকছে। এগুলো একসাথে পাঠকদের ধাপে ধাপে একজন সফল ইনফ্লুয়েন্সার হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন দেয়।
লেখক মিজানুর রহমান সোহেল বলেন, কনটেন্ট ক্রিয়েশনকে যদি দীর্ঘমেয়াদী পেশা হিসেবে গড়তে চান, তবে এই বইটি আপনার জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি জিরো থেকে হিরো হওয়ার ব্লুপ্রিন্ট।
সময়োপযোগী ও প্রাসঙ্গিক এই বইটি প্রকাশ করেছে টাইমস পিআর পাবলিকেশন্স, পরিবেশক কিংবদন্তী পাবলিকেশন।








