দুই দিনব্যাপী ছায়ানট ভবনে শুরু হচ্ছে ‘প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২’। প্রামাণ্যকার পর্ষদের আয়োজনে শুক্র ও শনিবার এই অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন থাকছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নির্মাতা মোরশেদুল ইসলাম।
ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে শুক্রবার (১৭ মার্চ) বিকেল ৫টায় শুরু হবে অনুষ্ঠান। চলচ্চিত্রাচার্য আলমগীর কবির প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২ এবং চলচ্চিত্রকার তারেক মাসুদ প্রামাণ্যচিত্র পুরস্কার ২০২২ প্রদান করা হবে এদিন।
এছাড়া প্রামাণ্যচিত্র নির্মাণে বিশেষ অবদানের জন্য চিত্রগ্রাহক ও শিক্ষক মো. মকসুদুল বারীকে দেওয়া হবে আজীবন সম্মাননা। এদিন সাংস্কৃতিক পর্বে গান শোনাবেন সায়ান।
শনিবার (১৮ মার্চ) বেলা ১১টায় নির্বাচিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশে প্রামাণ্যচিত্র চর্চার প্রেক্ষাপট’ শীর্ষক মতবিনিময় সভা। এছাড়া থাকবে নির্বাচিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।








