শুক্রবার দেশের ২৩টি প্রেক্ষাগৃহের সবগুলোতে হাউজফুল শো নিয়ে মুক্তি পেল বছরের প্রতীক্ষিত ছবি ‘হাওয়া’। এমন দিনেও দেশের ৬০টি প্রেক্ষাগৃহে দর্শক মাতাচ্ছে রায়হান রাফী পরিচালিত ঈদের ছবি ‘পরাণ’!
হল মালিক ও পরিবেশকরা বলছেন, মুক্তির ২০তম দিনেও ‘পরাণ’ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। বরং দিন যতই যাচ্ছে দর্শকদের চাপ বাড়ছে। এ কারণে তৃতীয় সপ্তাহে ৫৫ হলে চললেও চতুর্থ সপ্তাহে এসে ৬০টি হলে দর্শকদের মাতাচ্ছে লাইভ টেকনোলজিস প্রযোজিত এই ছবিটি।
‘পরাণ’ ছবির সঙ্গে ঈদে মুক্তি পায় ‘দিন দ্য ডে’ ও ‘সাইকো’ নামে আরো দুই ছবি। কিন্তু দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, নাসির উদ্দিন, রাশেদ অপু অভিনীত ছবি ‘পরাণ’। মুক্তির তৃতীয় সপ্তাহেও এ ছবিটি যেসব হলে চলছে বেশিরভাগ জায়গায় হাউজফুল যাচ্ছে।
পরাণ’র পরিবেশক দ্য অভি কথা চিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে বলেন, বৃহস্পতিবারও হাউজফুল পেয়েছি সিনেপ্লেক্সে। ঢাকার বাইরেও একাধিক হলে একই অবস্থা। শুক্রবার থেকে ৬০ হলে চলছে ‘পরাণ’। বেশিরভাগ হলে দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ চলছে। চাইলে আরও বেশি হল নিতে পারতাম কিন্তু আমরা আসলে ভালো হল ছাড়া ছবি দেইনি।
এদিকে, বৃহস্পতিবার বিকেলে স্টার সিনেপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় মুক্তি পাওয়া হাওয়ার টিকেটের পাশাপাশি অগ্রিম টিকেট বিক্রি হচ্ছে পরাণ এরও। অনেককে দেখা যায়, সিনেমার টিকেটের জন্য দীর্ঘ সারিতে অপেক্ষমান। শুক্রবার ও শনিবার সিনেপ্লেক্সে কোনো শো’রই টিকেট নেই।

লাইভ টেকনোলজিসের পরিচালক ইয়াসির আরাফাত বলেন, পরাণ সব শ্রেণির দর্শকদের ভালোবাসা পাচ্ছে। এ কারণে দর্শক পরাণ দেখতে এখনো ভিড় করছে। আমরা আসলে দর্শকের কাছে কৃতজ্ঞ। পরাণ মুক্তির পর থেকে মনে হচ্ছে, সিনেমার ক্রান্তিকাল শেষ হয়েছে। শিগগির আমরা দেশের বাইরে ‘পরাণ’ মুক্তি দিবো। ইউরোপ, সিডনি, মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশের পরিবেশকরা পরাণ চালাতে আগ্রহী হয়েছেন।
পরিচালক রায়হান রাফী বলেন, পরাণ মুক্তির আগে যেটা কল্পনা করতাম তার চেয়েও বেশি সাড়া পেয়েছি। মানুষের এই ভালোবাসা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সামনের কাজগুলোতে আরো বেশি মনযোগী হতে চাই। দর্শকের এই ভালোবাসা আমাকে যেমন দায়বদ্ধ করেছে তেমনি উৎসাহিত করেছে।







