প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নানামুখি প্রতিকূলতা ও স্বাধীনতাবিরোধীদের সৃষ্টি করা বৈরী পরিস্থিতি পার করেই উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জাতীয় প্রশিক্ষণ কাউন্সিল এর অষ্টম সভায় প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক নেতৃত্বই উন্নয়ন ও অগ্রগতি করতে পারে, ভবিষ্যত প্রজন্মকে এই অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা ধরে রাখতে হবে।






