এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মাউরিসিও পচেত্তিনো। পরে শিষ্যদের ম্যানচেস্টার সিটির নীলনকশা অনুকরণে সতর্ক করেছেন। আর্জেন্টাইন কোচের মতে, সিটিজেন কোচ পেপ গার্দিওলা ফুটবলকে ধ্বংস করেছেন।
পডকাস্টে যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের সাথে আলাপে পচেত্তিনো বলেছেন, ‘গ্রেগ বারহাল্টার যা করেছিলেন তা হল- আমার প্রজন্মের দিকে ফিরে তাকান, আমরা ছিলাম কঠোর এবং পরিশ্রমী। আমাদের ম্যাচজয়ী দুজন খেলোয়াড় ছিল। তিনি এই দলকে বিশ্বাস করাতে পেরেছিলেন তারা প্রতিযোগিতা করতে পারবে এবং ফরোয়ার্ডে ভালো করতে পারবে।’
‘আমার মনে হয়েছে পেপ গার্দিওলা ফুটবল ধ্বংস করেছিল। পেপ সবাইকে শিখিয়েছিল যে সবাই অনেক খরুচে ফুটবল খেলতে পারবে। তারা পারে না। সবার সেই সামর্থ্য নেই, তিনটি দল একাজ খুব ভালোভাবে করতে পারবে।’
হাওয়ার্ড পচেত্তিনোকে তার টটেনহ্যাম দলকে টেনে বলেন, ‘আমি মনে করি আপনাকে সংকল্পবদ্ধ হতে হবে। যখন আপনি পচেত্তিনোর সেরা দলকে দেখবেন, তখন টটেনহ্যাম দলে শীর্ষ চার এ দুটি ভাগ ছিল। তাদের ডিফেন্স ছিল কঠিন, একই সাথে ফরোয়ার্ডেও এমন খেলোয়াড় ছিল যারা সত্যিই বিপজ্জনক হতো।’
মার্কিন যুক্তরাষ্ট্র অক্টোবরে পানামা ও মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে। সেটি পচেত্তিনোর প্রথম পরীক্ষা।








