বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। এ’সময় বিশিষ্টজনেরা বলেন, ফরিদা পারভীনের মৃত্যুতে দেশ লালন সাঁইয়ের গানের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজার নামাজ হয়। কুষ্টিয়া পৌর কবরস্থানে বাবা-মায়ের কবরে চিরনিন্দ্রায় শায়িত হবেন ফরিদা পারভীন।







